মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মরহুম মো: নুরু মিজি মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) বিকেলে ফরাজিকান্দি ইউনিয়নের ১০৫নং উদ্ধমদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উদ্ধমদী একাদশ ১-০ গোলে ঢাকা ক্লাব কে পরাজিত করে চেম্পিয়ন ট্রফি অর্জন করেন।
খেলাটি উদ্বোধন করেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রবিউল হক৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো: আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে ছাড়া আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় তাই যুবকদের কে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে এবং খেলা- ধুলায় অংশ গ্রহন করাতে হবে কারণ এই যুবকরাই আগামি দিনের ভবিষ্যত ৷ আমরা দেখেছি যুবকরা দীর্গদিন যাবত খেলা- ধুলায় অংশ নেয়নি বর্তমানে এই যুবকরাই খেলা- ধুলায় অংশ গ্রহণ করছেন এবং খেলার মাঠে ফিরে আসছে যা দেখে আমরা আনন্দিত ও গর্বিত কাজেই যুবকদের কে আরো বেশি বেশি খেলা- ধুলায় অংশ গ্রহণ করতে হবে ৷
ইতালী প্রবাসী মো: আবুল খায়ের মিজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সমাজসেবক মো: নোয়াব আলী দেওয়ান,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু প্রমুখ ৷
আলোচনা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারসহ অতিথিবৃন্দ ৷