আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উলিপুরে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও আইনশৃঙ্খলা ও স্বাভাবিক জীবন যাত্রার জন্য মারাত্মক হুমকী হয়ে দাঁড়িয়েছে। যা এলাকার শান্তিপ্রিয় মানুষের দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। প্রসাশন এখনই তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে ব্যবস্থা না নিলে শান্ত পরিবেশ আবারও বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১.০০ টার দিকে উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড এর আমতলা মোড়ে অবৈধ ট্রাক্টরে করে দিন রাত কৃষি জমির মাটি কেটে (রোড পারমিটবিহীন ট্রাক্টর) পরিবহন করায় অত্র এলাকার রাস্তাঘাট নষ্ট করা ও ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজে যাতায়াতের সমস্যা সৃষ্টি করায় এলাকার গন্যমান্য ব্যক্তিরা ও সচেতন মহল ট্রাক্টর চালকদের সতর্কতার সহিত গাড়ি চালাতে অনুরোধ করায় অত্র ইট ভাটার সুবিধা ভোগি দালাল বুড়বুড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব বাচ্চুর খেপে যায়। এবং একটি মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য যুবলীগ নেতা বিদ্যুৎ, কাজল, ফারুক, মেহেদী হাসান মুরাদ (সেনা সদস্য), বিপুল, সাইদুল, নুরনবী (নুনু), বায়েজিদ, ও জুলাই গন অভ্যুত্থানে নৃশংস হত্যা কান্ডের সাথে জরিত ও (৫ আগষ্ট) দেশ সৈরাচার মুক্ত হওয়ার পর নিজেকে দায়মুক্ত করার জন্য পুলিশের চাকরি থেকে অব্যাহতি নিয়ে আত্মগোপনে চলে যাওয়া এএসআই সবুজ ও আরও অজ্ঞাত ৮/১০ জন আওয়ামী সন্ত্রাসী বাহিনী মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বুড়াবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার হায়বর আলী ও হযরত আলীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম ও গুরুতর আহত করে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুড়িগ্রাম জেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উলিপুর উপজেলা শাখা।