আকাশ শীল, কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক।
বুধবার (১ অক্টোবর) বিকেলে চারটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের শ্রী-শ্রী লোকনাথ গীতা স্কুল সার্বজননীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, ‘আমরা অনাধীকাল থেকে দূর্গাপূজা সম্পর্কে জেনে আসছি, আগামী ভবিষ্যতে যা যা মনোকমনা তা দেবীর কাছে আপনারা চেয়েছেন, দেবী আপনাদের সেই মনোকামনা পুরণ করবেন। আমরা সমাজ এবং সকল ধর্মমত সকলের সম্মিলনে এই দূর্গাপূজা পালন করে আসছি। আপনাদের সনাতনীদের জন্য এটা পূজা হলেও সমাজের জন্য এটা একটা উৎসব। এই দীর্ঘ উৎসবকালে নিরবিচ্ছিন্ন ভাবে যেন সকল আয়োজন সম্পন্ন করা যায় সেই জন্য রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা সার্বিকভাবে যুক্ত থেকেছে। সব চাইতে বড় কথা সমাজ এটাই কামনা করছে যে আপনাদের এই উৎসব যেন আনন্দগণ পরিবেশে পালিত হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি, ন্যায়বিচার সমস্ত কিছু যেন মানুষ জন্য, যাতে দেশের সকল মানুষ সমানভাবে উপলব্ধি করতে পারি এবং সমানভাবে জীবন গড়তে পারি এই কামনা করি।’
এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি দীপক কুমার পালিত, উপ পুলিশ কমিশনার (বন্দর জোন) আমিরুল ইসলাম, কর্ণফুলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, তসলিমা আকতার,শিকলবার ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিত পালিত,চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব শীল সহ , পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।