ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৩ অক্টোবর ) উপজেলার প্রায় পাঁচশতাধিক গরিব ও অসহায় চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। চক্ষু সেবা ক্যাম্পে নিয়োজিত ছিলেন দুইজন চক্ষু বিষেজ্ঞতা ডাক্তার।
জানা গেছে,বেসরকারি চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পের উদ্বোধণ করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এর মহাসচিব ও ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
চক্ষু ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, আমি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সন্তান। আমার পরিবার সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে। আমি অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। এছাড়াও যুবকদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি যাতে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা পেতে পারে। ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, তৃনমৃল মানুষের ও প্রান্তিক পর্যায়ের উন্নয়নে বিশদ ভূমিকা রাখতে সাধ্যমত কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হতে পারলে মানুষ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। এই কাজগুলো সবসময় চলমান থাকবে। এ পর্যন্ত আমি প্রায় ৩৬ হাজার গরিব অসহায় চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি।
এটা একটা বিরল ইতিহাস। তিনি আরও বলেন,যেহেতু আমি নির্বাচন করব সেহেতু আমি সেবামুলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আগামী ডিসেম্বরের মধ্যে ফরিদপুর-৪ দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের ছানি অপারেশন করে দিতে পারি সেই ব্যবস্থা করব। তিনি আরও জানান,যুব সমাজকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছি।এটা অব্যাহত থাকবে।
মো. সরোয়ার হোসেন
ভাঙ্গা ,ফরিদপুর
০৩-১০-২০২৫
০১৭৩১৭১১৯৪৭