মো: তুহিন ফয়েজ, মৃত ভাইয়ের পাসপোর্ট তৈরি করে ও নিজের তথ্যগোপন করে বড় ভাইয়ের আমেরিকা ভ্রমণ এবং পারিবারিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাই ইলিয়াছের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামে ৷ ইলিয়াছ বাড়ীভাঙ্গা গ্রামের ঢালী বাড়ীর মৃত হাফেজ মো: হোসেন এর ছেলে ৷
এ ঘটনায় মৃত মো: রিয়াদের ভুক্তভোগী পরিবার ও তার ভগ্নিপতি মো: জাকির হোসেন অভিযোগ করে সাংবাদিকদের বলেন,মো: রিয়াদ ও ইলিয়াছ তারা দুজনই আমার শ্যালক তারা দুজনেই আমেরিকা যাওয়ার জন্য আবেদন করে ছিলেন মো: রিয়াদ ২০১৩ সালে মারাযায় এবং পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় ৷ এবং ২০১৯ সালে মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারের কাছ থেকে মো: রিয়াদের মৃত্যুর একটি প্রত্যনপত্র এবং ষাটনল ইউনিয়ন পরিষদ থেকে মৃত্য প্রত্যয়ন যার সনদ নং- ২৫১৩১৭৯৭৩০২০০০১৪৪ সংগ্রহ করেন মৃত মো: রিয়াদের পরিবারবর্গ ৷
মো: রিয়াদ ২০১৩ সালে মারা যাওয়ার পর তার আবেদনটি আমেরিকান এম্বাসি আমেরিকা যাওয়ার অনুমতি প্রদান করেন কিন্তু তার বড় ভাই ইলিয়াছের আবেদনটি পেনডিং অবস্থায় থেকে যায় ৷
ইলিয়াছ তার পরিচয় গোপন রেখে মো: রিয়াদ পরিচয় দিয়েই একটি পাসপোর্ট যার নং -BL 0173369 তৈরি করেন এবং মো: রিয়াদ নামেই ভিষাসহ আমেরিকায় যাওয়ার জন্য তার সমস্তকাগজ পত্র তৈরি করে ২০১৭ সালে মো: রিয়াদ পরিচয়েই আমেরিকায় ভ্রমণ করেন ৷
ইলিয়াছ বর্তমানে মো: রিয়াদ পরিচয়েই আমেরিকা থেকে দেশে আসা- যাওয়া করছেন যে কোন সময় দূর্ঘটনা ঘটলে মো: রিয়াদের স্ত্রী- সন্তান ক্ষয়ক্ষতির স্বীকার হতে পারে বলে মৃত মো: রিয়াদের পরিবারবর্গ জানান ৷
ইলিয়াছ প্রতারনার মাধ্যমে মৃত মো: রিয়াদের স্ত্রী-সন্তানদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার নিজের তথ্য গোপন করে মো: রিয়াদ নামেই তার সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের কে জানিয়েছেন মো: রিয়াদের ভগ্নিপতি মো: জাকির হোসেন ৷
ইলিয়াছের মামা শওকত ওসমান সাংবাদিকদের জানান, জীবিত ইলিয়াছ ও মৃত মো: রিয়াদ তারা দুজনেই আমার ভাগিনা রিয়াদ মারা যাওয়ার পর ইলিয়াছ মো: রিয়াদের পাসপোর্ট ও ভিষার মাধ্যমেই আমেরিকা যান ৷ এবং ইলিয়াছ আমার ছোট ভাগিনা মৃত মো: রিয়াদের সন্তানের ভরণ- পোষণের খরছ- বরছও দেয় ৷
ইলিয়াছের চাচতো ভাই ফেরদাউস বলেন, রিয়াদ মারা গেছে ইলিয়াছ আমেরিকা গেছে ইলিয়াছতো রিয়াদের সন্তানের ভরণ- পোষণ খরছতো দেয় ৷
ইলিয়াছের প্রতিবেশী প্রবীন শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার জানান, মৃত মো: রিয়াদের ভিষা ও পাসপোর্ট দিয়েই তার বড় ভাই ইলিয়াছ আমেরিকায় গেছে তারা আমাগোই আত্বীয় ৷
নাম প্রকাশ না করার শর্তে বাড়ীভাঙ্গা গ্রামের নারী – পুরুষ একাদিক ব্যাক্তি জানান, ঘটনাতো সত্য এইটা গ্রামের সবাই জানে এটা হলো তাগো পারিবারিক ব্যাপার ৷
রিয়াদের পরিবারসূত্রে জানা যায়, ইলিয়াছ আমেরিকায় যাওয়ার সময় মৃত মো: রিয়াদের পরিবারের ভরণ- পোষণের খরছ বরছ দেয়ার কথ ছিলো ৷
মৃত মো: রিয়াদের স্ত্রীর সাথে তার মোবাইলে ০১৬৮১০১৮১৫১ নাম্বারে
কলকরে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান ৷
এদিকে ইলিয়াছের সাথে যোগাযোগের চেষ্টাকরে তাকে পাওয়া যায়নাই ৷
ইলিয়াছ তার নিজের পরিচয় ও তথ্য গোপনকরে তার আপন ছোট ভাই মৃত মো: রিয়াদের পরিচয় বহন করেই তার সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন যা সম্পুর্ন নিয়ম বহির্ভূত অবৈধ একটি কাজ ৷
নিজের তথ্যগোপনকারী প্রতারক ইলিয়াছ কে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনার জন্য আমেরিকান এম্বাসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিকামনা করছেন মো: রিয়াদের পরিবারবর্গ ও এলাকাবাসী ৷