আব্দুল মতিন মুন্সী, রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুকদেবনগর গ্রামের প্রধান সড়কটি এখন একেবারে বেহাল অবস্থায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা-পানি জমে যায়, ফলে গ্রামের মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, দোকানদারসহ শতাধিক মানুষ বাজার ও উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে রাস্তা এমন অবস্থায় পৌঁছেছে যে, হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। ভ্যান, মোটরসাইকেল বা রিকশা পর্যন্ত এই রাস্তায় সহজে চলতে পারছে না।
গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না। কাদা-পানিতে হাঁটু পর্যন্ত ডুবে যায়। আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
অন্যদিকে এক শিক্ষার্থী জানায়, “স্কুলে যেতে আমাদের খুব কষ্ট হয়। কাদা আর পানি পার হতে গিয়ে অনেক সময় পড়ে যাই।”
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তারা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদে আবেদন জানালেও এখনো কোনো সংস্কারকাজ শুরু হয়নি। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে আসন্ন শীতকালেও দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি তারা জানেন এবং অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
গ্রামবাসীর প্রত্যাশা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, যাতে সুকদেবনগরের মানুষ চলাচলের উপযোগী একটি রাস্তা ফিরে পান।
—