নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা বিভাগীয় কমিটির এক সভা শুক্রবার ১০ অক্টোবর সকালে ঝিনাইদহ জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম ও কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কংকন নাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুখেন রায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলামকে আহবায়ক, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি হাবিবি জহির রায়হান ও কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল সাঈদকে যুগ্ম-আহবায়ক এবং মাগুরা জেলা সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীকে সদস্য সচিব করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা বিভাগীয় ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এ সময় খুলনা বিভাগের অন্তর্গত সকল জেলা ও শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদ ও জাতীয় পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।