বিশেষ প্রতিনিধি:
সাভার আশুলিয়া তথা কাশিমপুর থানার সীমানায় মধ্যবর্তী স্তরে মাদার রোড ভাদাই রোড শ্রীপুর বাস স্ট্যান্ড পার্শ্ববর্তী এলাকায় প্রায় প্রতিনিয়ত ছিনতাইকারীদের উৎপাত যেন বেড়েই চলেছে। দিনে দুপুরে পথচারীদের কাছ থেকে প্রায় সময় মোবাইল/নগদ অর্থসহ মহিলাদের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা উল্লেখিত ০৮/১০/২৫ তারিখে সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকার সময় আশুলিয়া থানাদিন শ্রীপুর উত্তর পাড়া মাদার স্টাণ্ডে সাবেক এমপি জনাব ডক্টর সালাউদ্দিন বাবু সাহেবের পোস্টার লাগানোর সময় উক্ত অভিযুক্ত গণ এর সহযোগী বেলাল নামে একজন কে সাত আট জন বিবাদি সহ লোহা রড জিআই পাইপ লাঠি চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসহ নিয়ে বেআইনি দলবদ্ধ হইয়া বেলাল নামে একজনের উপর হামলা করে। ভুক্তভোগী বেলাল সাহেবের উপর আতর্কিতভাবে হামলা করে এলো পাথারি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা রক্তাক্ত জখম করে। মারামারি সময় রাসেল শার্টের পকেট থেকে নগদ ১০ হাজার টাকা দুই নাম্বার আসামি জুয়েল তার পকেট থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি ও নিয়ে যায় নাম্বারটি হল, ০১৩২৩৮৮৯৯১৪। পরবর্তীতে বেলাল সাহেবের ডাক শুনিয়া আশেপাশের মানুষ লোকজন জর হইলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় পরবর্তীতে নিজে গিয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।উল্লেখিত প্রায় প্রতিদিনই বিভিন্ন ভাবে এই মাদাররোড ভাদাইলরোড আশুলিয়া থানার অধীনস্থ কাশিমপুর থানার অধীনস্থ মধ্যবর্তী স্থানগুলোতে ছিনতাইকারীদের উৎপাত বেরেই চলেছে। এমন ঘটনা প্রায় এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় থেকে শুরু করে সর্বসাধারণ প্রতিটি মানুষ এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।