এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বিষয়বস্তু তৃণমূলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো.হারুনুর রশিদ।
শুক্রবার(১০ অক্টোবর) সকাল থেকে শুরু করে দিনভর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজার, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনাবাজারসহ বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ।
গণসংযোগের সময় সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ এই কথার মমার্থ অনেক গুরুত্ববহ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, তাদের মধ্যে কোন বিভাজন থাকতে পারে না। ভালবাসা দিয়ে মানষের হৃদয় জয় করতে হবে। মানুষকে বোঝাতে হবে বিএনপি তথা তার প্রতি ধানের শীষই আগামী বাংলাদেশ গড়তে একমাত্র সক্ষম দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আমাদেরকে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে। সেটাই হবে সবার আগে বাংলাদেশ গড়ার অন্যতম শোপান।
সম্প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি বাংলায় এক সাক্ষাৎকার দেন। ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টর এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে সাধারণ জনগণের মাঝে বসে দেখন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খাঁন,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন। আরো ছিলেন,পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, এম এ কাইউম, বিল্লাল হোসেন চেয়ারম্যান, হাবিবুর রহমান রুবেল, সেলিম মাহমুদ রাড়ি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম খাঁন,
আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম সুমন, ছাত্রদলের ইয়াসিন আখন সুজন, আব্দুল গাফফার, মহিন আহমেদ,হোসেন পাটোয়ারী, নাছির উদ্দিন সম্রাট, রুবেল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।