ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক শোভাযাত্রা,গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে আজিমনগর ইউপি বিএনপির সভাপতি ডাঃ সিরাজ মাতুব্বরের সভাপতিত্বে এবং ইবাদত মাতুব্বরের সঞ্চালনায় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে।
এ উপলক্ষে পুলিয়া বাজার থেকে একটি মিছিল বের হয়ে পুলিয়া বাসস্ট্যান্ড হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এর আগে পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খবির মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদত মাতুব্বর,প্রচার সম্পাদক হুমায়ুন মাতুব্বর, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস ছামাদ ,সাধারন সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা আশরাফ আলী মাতুব্বর, থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মনির মাতুব্বর, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু মুন্সী, প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় তারা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লার পক্ষে স্লোগান দেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
০৯.১০.২৫