মো: আবু সাঈদ কেশবপুর প্রতিনিধি:
যশোর জেলার কেশবপুর থানাধীন চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শামীম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটক মোঃ জাকির হোসেন (৩০) সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের পিতা মৃত লুৎফর শেখের ছেলে।
এ ঘটনায় চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে