নাজমুল এইচ খান, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দিগনগর ইউনিয়নের দোহকোলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মহসিন (২৯)। তিনি শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সোভা মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, তার সার্বিক দিকনির্দেশনায় এসআই মতিয়ার রহমান নেতৃত্বাধীন পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে সহায়তা করেন এএসআই আনিছুর রহমান ও এএসআই মোঃ কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স।
ওসি মাসুম খান আরও জানান, অভিযানের সময় মহসিনের পকেট তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।