মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর মাদারীপুর জেলা শাখা কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে ‘বাংলার নবকন্ঠ’-এর জেলা প্রতিনিধি এস.এম সম্রাট রোমানকে সভাপতি এবং ‘রাজধানী টিভি’-এর স্টাফ রিপোর্টার মো. ইসমাইল খানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে যারা স্থান পেয়েছেন, তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি অনাদি কুমার মন্ডল (এশিয়ান টিভি), সহ-সভাপতি মো. সৈকত হোসেন (লাইভ নিউজ ২৪ ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদুজ্জামান নাহিদ (সকাল বেলা), সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের বাবু (চ্যানেল এস) ও আলী হোসেন (বিজয় টিভি), কোষাধ্যক্ষ শাওন বল (তালাশ বিডি), দপ্তর সম্পাদক মুন্সী ফরহাদ হোসেন (সময়ের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপুল দাস (উত্তরাধিকার ৭১), নারী বিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার সাথী (বাংলার আলো), তথ্য ও গবেষণা সম্পাদক সায়েম মাতুব্বর (ডেইলী এস্টেট), শিক্ষা সম্পাদক চায়না শেখ (বাংলা প্রতিদিন)।
এছাড়া কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসেন (নবজীবন) এবং রাসেল ফরাজী (ঢাকা পোস্ট ৭১)।
নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাদার সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।