1. admin@nagorikexpress.com : admin :
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের প্রতিটি প্রতিনিধির ঠিকানা ও মোবাইল নাম্বার:পান্না আক্তার মহিলা রিপোর্টার গাজীপুর সদর. মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি 01303691274 মোঃ ফজলুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 01718779024 আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী উপজেলা, ফরিদপুর জেলা মোবাইল নম্বর ০১৬৪৪৫১১৪৮১ মো: আবদুল্লাহ নুর পিরোজপুর জেলা প্রতিনিধি মোবাইল :01903942440 মো: আব্দুর রউফ, পাবনা সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মোবাইল :০১৭২৩৫৫২৬৩১ মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মোবাইল -01902300500 নামঃ মোঃআরাফাত গাজীপুর সদর উপজেলা মোবাইলঃ০১৯৮৬০৪৯৮০০ মোঃ সরোয়ার হোসেন ভাঙ্গা উপজেলা , ফরিদপুর। মোবা: ০১৭৩১৭১১৯৪৭ নাম: মোঃ জুবায়ের রহমান অনিক প্রতিনিধির এলাকা: বংশাল থানা, ঢাকা। মোবাইল: ০১৭৭৮২-৫৩১৪৪ . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবকে জাপানের মতো করে সাজাব ———-মনোনয়ন প্রত্যাশী ড. তোফাজ্জল হোসেন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,
এমপি নির্বাচিত হলে চাঁদপুর- ২ আসন মতলব উত্তর ও মতলব দক্ষিন দুই উপজেলাকে জাপানের মতো করে সাজাবে এমন মন্তব্যকরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের কৃতি সন্তান বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি‘র চাঁদপুর- ২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড.মো: তোফাজ্জল হোসেন
বুধবার ( ১৫ অক্টোবর ) রাতে তার নিজবাস ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতি করার কারন উল্লেখকরে তিনি বলেন, আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রজীবনে, বিশেষ করে ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হই। বিএনপির প্রতি আমার গভীর ভালোবাসা ও অটল বিশ্বাসের মূল উৎস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তার দেশপ্রেম, সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা ও যুগান্তকারী চিন্তাধারা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক — যিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সার্ক গঠন, সরকারীভাবে বিদেশে কর্মী প্রেরণ, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের সূচনা, খাল কাটা কর্মসূচি, জাতীয় প্রেসক্লাব ও শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং “নতুন কুঁড়ি” অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
আমি তখন ছোট ছিলাম, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন। আমার পিতা মরহুম আব্দুল আজিজ মিয়া ছিলেন তৎকালীন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার টি. এ. ও.। তিনি তখন জানাজায় অংশ নিতে সাটুরিয়া থেকে ঢাকায় এসেছিলেন। তাঁর চোখে শহীদ জিয়ার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা আমি দেখেছি, তা আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল।
এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি তাঁর সরাসরি নির্দেশে কাজ করার দায়িত্ব পেয়েছিলাম — যা আমার জীবনের এক গর্বের অধ্যায়। আমি বিশ্বাস করি, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক জীবন্ত কিংবদন্তি- যার জীবনে পরাজনের বিন্দু মাত্র লেশ নেই। যার নেতৃত্বে এই দেশ থেকে দুই স্বৈরাচারের পতন হয়েছে। তিনি অন্যায়ের বীরুধে এক আপোষহীন ও অবিচল সংগ্রামের প্রতীক।
এছাড়াও, শত নির্যাতন ও নিপীড়নের পরেও সুদূর লন্ডন থেকে তারেক রহমানের অবিচল নেতৃত্ব, দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং জনগণের প্রতি অঙ্গীকার আমাকে বিএনপির প্রতি এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করেছে। বিএনপি আমার কাছে কেবল একটি রাজনৈতিক দল-ই নয় — এটি আমার বিশ্বাস, এবং আমার আদর্শ।

রাজনৈতিক জিবনে সফলতা ও ব্যর্থতার কথা উল্লেখকরে ড.মো: তোফাজ্জল হোসেন বলেন, রাজনীতি এমন একটি পেশা যেখানে সফলতা বা ব্যর্থতার হিসাব হয় না। আগের প্রশ্নে যেমনটা উল্লেখ করেছি, ছাত্রদলের একজন সৈনিক হিসেবে আমি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম, ছাত্রদলের রাজনীতি করেছি এবং ছাত্রদলের সেন্ট্রাল কমিটিতেও দায়িত্ব পালন করেছি। ছাত্রজীবন শেষ করে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি এবং এখনও যুক্ত আছি। তবে কখনোই সফলতা বা ব্যর্থতার হিসাব করিনি।
আবার রাজনীতি করতে গিয়ে আমি আমার একাডেমিক ও পেশাগত জীবনকেও অবজ্ঞা করিনি। বাংলাদেশে আমি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি এবং ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপরে জাপান থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ এম এস ডিগ্রী অর্জন করেছি। এবং ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত জাপানের প্রসিদ্ধ ওয়াসেদা ইউইনিভার্সিটি থেকে Artificial Intelligence (AI) এর উপর ডক্টরেট (Ph.D.) ডিগ্রী অর্জন করেছি। আমি জাপানের Hitachi Ltd. -এ টেকনিক্যাল ম্যানেজারের দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ Microsoft Japan-এর Data & AI ডিভিশনের ডিরেক্টর হিসেবে কাজ করেছি।
একই সময়ে, তারেক রহমানের নির্দেশে জাপানে থেকেও আমি বিএনপির পক্ষে—বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে—আন্দোলন-সংগ্রাম করেছি, যার বিস্তারিত বর্ণনা এই ক্ষুদ্র পরিসরে দেয়া সম্ভব নয়। আমার এই কাজের স্বীকৃতিস্বরূপ জনাব তারেক রহমান আমাকে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টারদায়িত্ব দিয়েছেন। আমি এটিকে আমার একটি সফলতা এবং কাজের স্বীকৃতি হিসেবে দেখি, এবং এই স্বীকৃতিতে আমি গর্বিত।
পাশাপাশি, গত ২৪ বছর জাপানে থেকে আমি জাপানের মানুষের সততা, ন্যায়পরায়নতা, কাজের মান বা কোয়ালিটি ও কমিটমেন্ট দেখেছি এবং তা থেকে শিক্ষার চেষ্টা করেছি। আমি মনে করি, রাজনীতিতে যদি কিছু দিতে চাই, দেশ ও দেশের জনগণকে যদি কিছু দিতে চাই, তবে সবার আগে নিজেকে দেয়ার মতো করে তৈরি করতে হবে। রাজনীতিতে হয়তো আমি বড় নেতা হতে পারিনি, তবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, সেই চেষ্টায় আমি অনেকটাই সার্থক হতে পেরেছি। আমার এই ডেভেলপমেন্ট ও অভিজ্ঞতা আমি দেশের জনগণের জন্য, বিশেষ করে মতলবের জনগণের জন্য প্রয়োগ করতে চাই। আমি মনে করি এটি হবে আমার জন্য এক বিরাট সফলতা।
আবার মনে করুন, আমি চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) থেকে বিএনপির পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। দল আমাকে মনোনয়ন দিতে পারে, আবার নাও দিতে পারে। আমি এটিকে কখনোই ব্যর্থতা বলে মনে করব না। মনোনয়ন না পেলেও বিএনপির প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না। আমি বিএনপির রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই প্রজন্মের অহংকার জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা ও তাদের কাজের প্রতি শ্রদ্ধার কারণে। এই ভালোবাসায় আমি সফলতা বা ব্যর্থতা খুঁজতে চাই না। যা পেয়েছি, সেটি যেমন আমার সফলতা; আর যা পাইনি বা পাবনা, সেটিও আমার সফলতার অংশ বলে মনে করি।
এই প্রসঙ্গে, আমার পি এইচ ডি-র এডভাইজার Dr. Kotaro Hirasawa-র একটি এডভাইজের কথা আমার মনে পরে যায়। আমার রিসার্স প্রগ্রেস নিয়ে উনি একবার আমাকে বলেছিলেন:
“Mr. Hossain, you got a result is not a research. Research is, why you got this result, why you didn’t get a different result”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর