এম এ মতিন (জেলা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মান্দা উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহারুল ইসলাম সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ। সভা উদ্বোধন করেন শফিউল আজম টুটুল ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোকছেদুর রহমান আবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, স্বেচ্ছাসেবক দলের মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম হোসেন প্রমুখ।#