অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইবনে সামাদ ২১ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ইবনে সামাদ জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের ছেলে। তার মৃত্যর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের মাতম নেমে আসে। পরে এলাকাবাসী লোকজন বিক্ষোভ মিছিল করে ও লোকজন উত্তেজিত হয়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। নিহতের লাশ মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ৬ মে
মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে সর্দারকান্দি গ্রামের কালাম সরদারের বাড়িতে হামলা চালায় মাদবর বংশের লোকজন। এসময় দুই পক্ষের সংঘর্ষে কালাম সরদার, তার ছেলে ইবনে সামাদ(১৮), জুয়েল সরদার(৩৫) তার স্ত্রী ইরানী বেগম(৫৫), রাসেল মাদবর(৩৭) মাহমুদা বেগমসহ (৩০) উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা ও শিবচর হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইবনে সামাদের মৃত্যু হয়। সামাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মাঝে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
শিবচর থানার পরিদর্শক তদন্ত মোঃ শাজাহান মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।