সংগ্রহীত সংবাদ:
তরুণ প্রজন্মকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে,ঈদের ছুটির শেষ দিনে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুন্সিগঞ্জে শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ৬টার দিকে মুন্সিগঞ্জর সদরের আধারা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কালীরচর এলাকায় মরহুম আঃ খালেক মিয়াজির স্মরণে, কালীরচর যুব সমাজের আয়োজনে এ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় খেলায় ৪টি টিম অংশগ্রহণ করে,পরে কালীরচর কিং স্টারকে,০৭ রানের ব্যবধানে, হারিয়ে নাইট ফাইটার টিম চ্যাম্পিয়ন হয়।
এর আগে খেলার,উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম। এ সময় এতে আরো উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ নিজাম,জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান উজ্জ্বল, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মিস্টার মিয়াজী, সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল সহ আরো অনেকে।
খেলা শেষে রাতে বিজয়ী দলের সদস্যদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি রেফ্রিজারেটর তুলেদেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এ সময় রানার্সআপ দের দেওয়া হয় ট্রফি ও একটি ৪৩ ইঞ্চি এন্ড্রয়েড টি়ভি।
টুর্নামেন্টের অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করেছেন ক্রিয়া প্রেমী স্থানীয় সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাম কিবরিয়া মিয়াজি।।
ফাইনাল টুর্নামেন্ট,কালীরচর কিং স্টারকে ৭ রানের ব্যবধানে হারিয়ে, নাইট ফাইটার চ্যাম্পিয়ন হয়। এ সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাইট ফাইটার্স রান ৪৫ এবং কালিরচর কিংস্টার ৩৮ রানে অল আউট।