পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন পিরোজপুর জেলা বি এন পির নবগঠিত কমিটির আহ্বায়ক মো: নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত ইন্দুরকানি উপজেলার বিভিন্ন সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমনের ৩১ দফা বাস্তবায়নের জন্যও সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদ্বুদ্ধ করেন। এসময় জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মন্ডপ পরিদর্শনকালে তিনি উপস্থিত ভক্তবৃন্দ, সুধীজন, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুজা উদযাপনের খোঁজখবর নেন ও নির্বিঘ্নে পুজা উদযাপনে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিভিন্ন পুজা মন্ডপে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “৫ আগষ্ট পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দেশবাসীকে সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করেছে। বি এন পি মনে করে ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার। তাই আগামী দিনে আমরা সকল ধর্মের লোক মিলে একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভুমিকা রাখবো”।