📍 নিজস্ব প্রতিবেদক | বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাট খোলার চর গ্রামে মোঃ তাইফ প্রামানিক নামে এক এতিম শিশু গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন, হঠাৎ করেই সে বাড়ি থেকে বের হয় এবং তারপর থেকে আর ফিরে আসেনি।
পরিবারের সূত্রে জানা গেছে, নিখোঁজ তাইফ প্রামানিক মৃত মোঃ চুন্নু প্রামানিকের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন আগে মারা গেছেন। পরিবারের একমাত্র ভরসা ছিল এই শিশুটি। দুই দিন ধরে তাকে না পেয়ে পরিবার ও এলাকাবাসী দিশেহারা অবস্থায় রয়েছেন।
“আমরা চারদিক খুঁজেছি, আত্মীয়-স্বজনদের বাড়িতেও দেখেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাচ্ছি না,” বলেন তাইফের এক স্বজন।
নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিশুটির সন্ধানে পরিবার ও এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
যে কেউ শিশুটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
📞 ০১৭৫৪-৬৩৬৯২০
পরিবারটি তাইফের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছে।