আব্দুল মতিন মুন্সী, রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)
বোয়ালমারী সরকারি কলেজ মাঠে বিকাল ৫টায় শুরু হওয়া এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মীর ঢল নামে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর–১ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব খোন্দকার নাসিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জনাব আব্দুল কুদ্দুস শেখ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট মো. সিরাজুল ইসলাম।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য রাখেন বাবু সঞ্জয় সাহা, আহ্বায়ক, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল; মশিউল আজম মৃধা সাবেক চেয়ারম্যান ময়না ইউনিয়ন; রাফিউল আলম মিন্টু সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান, মো. ফিরোজ হোসেন (ভিপি)বোয়ালমারী সরকারি কলেজ; মো. ইমরান হোসাইন পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য; মো. সিরাজুল ইসলাম মৃধা বন ও পরিবেশ সম্পাদক, ফরিদপুর জেলা যুবদল; মো. রাসেল আহমেদ সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক; মো রবিউল ইসলাম সম্রাট, সদস্য সচিব, বোয়ালমারী উপজেলা যুবদল; মো. আমিনুল ইসলাম সভাপতি বোয়ালমারী পৌর যুবদল; মো. আবু জাফর শেখ সভাপতি বোয়ালমারী উপজেলা শ্রমিক দল; এবং বায়জিদ খান রাব্বি, সদস্য সচিব, বোয়ালমারী উপজেলা ছাত্রদল।
সভায় বক্তব্য রাখতে গিয়ে খোন্দকার নাসিরুল ইসলাম বলেন,
> “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার মনোনয়ন নিশ্চিত করেছেন। এই খবর শুনে যারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন, তাদের বলি—আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, ধানের শীষে ভোট দিন।”
তিনি আরও বলেন,
> “কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি—এমন মন্তব্যের আমি কঠোর প্রতিবাদ জানাই। চরমোনাই হুজুরের ওই বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর। ইসলাম কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য নয়।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
> “আমার অনুপস্থিতিতে সভার সভাপতির দায়িত্ব পালন করবেন এডভোকেট মো. সিরাজুল ইসলাম। আমি চাই সবাই ঐক্যবদ্ধ থাকুন, কারণ ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
খোন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন,
> “আমি যদি এমপি নির্বাচিত হই, তবে পর্যায়ক্রমে সকল নেতাকর্মীকে প্রতিষ্ঠিত করব। আপনারা সবাই আমার ভাই, আমার আপনজন। কেউ বঞ্চিত হবেন না। বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী হবে উন্নয়নের মডেল এলাকা।”
তিনি আরও যোগ করেন,
> “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যতের জন্য।”
সভায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য উৎফল কুমারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, তরুণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্যমতে, সভায় বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কলেজ মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
সভা শেষে খোন্দকার নাসিরুল ইসলাম নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,
> “আমি আপনাদের ভালোবাসায় ঋণী। আপনারা পাশে থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”