মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য, মোহনপুর পর্যটনের পরিচালক ও দৈনিক সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান (কাজী হাবিব)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি নিজে এই মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী কাজী হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে মত- লববাসীর সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চেয়ে সবার কাছে দোয়া চান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান,
তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্যা হাসান, মতলব উত্তর উপজেলা আ.লীগের সদস রাধেশ্যাম সাহা বাবু চান্দু, মোহনপুর ইউনিয়ন আ. লীগে সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, বিআই ডব্লিউটিএ সিভিএ সদরঘাট শাখার সম্পাদক কাজী মো. মানিক, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধ বিল্লাল মৃধা, ফজলুল হক সরকার, মোহনপুর পর্যটনের জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ জাকির, উপজেল যুবলীগের সদস্য কাজী আনোয়ার, কাজী গোলাম মর্তুজা মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাং গঠনিক সম্পাদক কাজী মতিন, কলাকান্দা ইউনিয় আ.লীগ নেতা মো. লিটন ভূঁইয়া, যুবলীগের আহ্বায়ব মনির ছৈয়ালসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ.লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।