মাদারীপুরের সাবেক এম পি শাজাহান খানের ক্যাডার বাহিনীর প্রধান ও মাদারীপুর পৌরসভার সাবেক কমিশনার, কুখ্যাত ‘আক্তার বাহিনী’র লিডার এইচ এম মনিরুজ্জামান আক্তারকে গ্রেফতার করেছে র্যাব।০৬ অক্টোবর রাত ১১ টায় মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ে গ্রেফতার করে র্যাব, পরে মাদারীপুর মডেল সদর থানায় প্রেরন করে আক্তার কে।
জানা যায়,
গ্রেফতারকৃত আসামী এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৫০) সহ অত্র মামলার অন্যান্য আসামীরা গত ১৯/০৭/২০২৪ তারিখ বিকাল ৫ টার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রের মাঝামাঝি স্থানে মাদারীপুর-মস্তফাপুর মহাসড়কের উপর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীসহ জনসাধারনের উপর হাতবোমা, ঢাল, সড়কী, দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। মৃত তৌহিদ স্বর্নামাত এর বাম পায়ের উরুতে গুলি করে হাড়ভাঙ্গা গুরুতর জখম করে। এছাড়াও আক্তার বাহিনী ও তার সহযোগী আসামীরা অত্র মামলার ভিকটিম তৌহিদ স্বর্নামাত, পিতা-সালাউদ্দিন স্বর্নামাত, সাং-সুচিয়ারডাঙ্গা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর এর দুপায়ে ও বুকে গুলি করে গুরুতর জখম করাসহ হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্নক জখম করে। তখন আসামীদের কর্তৃক মৃত তৌহিদ স্বর্নামাত এর সহযোগী আরো অনেকে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ স্বর্নামাত মৃত্যুবরণ করে। গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মাদারীপুর জেলার মাদারীপুুর সদর মডেল থানার মামলা নং-১৬, তারিখ ২৬/০৮/২০২৪ ইং, ধারা-১৪৩/৩৪১/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/২০১/১০৯/১১৪
উল্লেখ্য বিগত সরকারের সময় মনিরুজ্জামান আক্তার বেশ কয়েকটি গুপ্ত হত্যা, সন্ত্রাস,চাদাবাজি, ধর্ষণ ইত্যাদি অপরাধ সংগঠিত করে বলে শোনা যায়।তিনি ‘আক্তার বাহিনী’ নামে দুর্ধর্ষ গুন্ডাবাহিনী পরিচালনা করতেন।
Leave a Reply