ইসমাইল খান হৃদয় মাদারীপুর প্রতিনিধি
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০ টায় মাদারীপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রায় ১০০০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারি।
এসময় সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম তুহিনের নেতৃত্বে বিশাল এক র্যালি নিয়ে মাদারীপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ অংশগ্রহণ করেন।
এ সময় সভাপতির বক্তব্যে জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারি বলেন,আজকে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীর নায়ক তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে দু:স্থ অসহায় গরিব চিকিৎসা বঞ্চিত মানুষদেরকে প্রায় ১০০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছি। তার সাথে ফ্রিতে বিভিন্ন টেস্ট করিয়েছি এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি। আমাদের ফ্রী চিকিৎসা সেবা সকাল ১০ টা থেকে শুরু হয়েছে যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সম্পাদক মুনমুন আক্তার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আল মামুন চৌধুরী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম তুহিন, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিজুল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাবের খান ইমন, জেলা বিএনপি নেতা মনির হোসেন তালুকদার সহ আরো উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply