মোঃ মাসুম পারভেজ, বিশেষ প্রতিনিধিঃ
মিঠাপুকুর থানার অন্তর্গত বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এক বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক চা দোকানদারকে আটক করা হয়েছে। অভিযুক্তের নাম মোঃ হকদার মিয়া (৪২), পিতা-মৃত গেন্দার মিয়া, সাং-এনায়েতপুর, ১১ নং পাঁচগাছী ইউনিয়ন, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।
২৩ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে বৈরাতীহাট বাজার এলাকায় অবস্থানকালে বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামের একটি চায়ের দোকানে মাদক দ্রব্য গাঁজা বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবহিত করে এবং তার নির্দেশে অভিযানে যান তারা।
বেলা ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে আসামি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার ডান হাতে থাকা হলুদ রঙের একটি শপিং ব্যাগ থেকে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫,০০০ টাকা।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীরা ছিলেন মোঃ আলাউদ্দিন মিয়া (৪৫) এবং মোঃ শফিকুল ইসলাম (৩৯)। তাদের সামনে মাদক দ্রব্য জব্দ করা হয় এবং জব্দ তালিকায় তাদের স্বাক্ষর নেওয়া হয়।
ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করে। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অপরাধ করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর ইসলাম জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply