ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুবভপচরের ভাঙ্গায় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মুদি দোকানদার বিল্লাল হোসেনের মেয়ে অসহায় ইমা আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া গ্রামে তারেক রহমানের একটি প্রতিনিধি দল ইমা আক্তারের বাড়ি পরিদর্শন করে তার যাবতীয় খোঁজ খবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শ্যামল মাসুম ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ সহ স্থানীয় ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানজিদ ফেরদৌস নিশু, আবির হাসান, সাঈদ মুন্সি, বিটু মুন্সি, সহ স্থানীয় ছাত্রদলের নেতা কর্মী সহ প্রমুখ।
এ সময় ইমা আক্তারের হাতে মেডিকেলে ভর্তি ও পড়াশোনা সহ বই,শিক্ষা সামগ্রী ক্রয় ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামীতে ইমা আক্তারের পড়াশোনা সহ যাবতীয় খরচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খরচ বহন করবেন ।
জানা গেছে , ভাঙ্গা উপজেলার পৌরসভার হাসামদিয়া গ্রামের দরিদ্র মুদি দোকানদার বিল্লাল হোসেনের মেয়ে ইমা আক্তার চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। মেয়ের সাফল্যে পরিবারটি খুশি হলেও ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন তারা। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টিগোচর হলে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়ার নির্দেশের পর পরিবারটির সাথে যোগাযোগ করেন।
এ উপলক্ষে সোমবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সহ স্থানীয় ছাত্র দলের নেতৃবৃন্দ ইমার আক্তারের বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। ইমা আক্তারের যাবতীয় পড়াশোনার খরচ আমাদের নেতা জনাব তারেক রহমান বহন করবেন বলে নেতৃবৃন্দ জানান।
এ সময় ইমা আক্তার বলেন, আমি দরিদ্র ঘরের সন্তান। আমি এ বছর ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছি এবং আমার দারিদ্রতার কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার পাশে দাঁড়িয়েছেন। এইজন্য আমার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
ইমা আক্তারের বাবা বিল্লাল হোসেন বলেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমি অজপাড়াগায়ে বসবাস করি। আমার মেয়ে এই বছর ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছে। আমার আর্থিক সংকটের কথা শুনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের পাশের দাঁড়িয়েছে। এজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শ্যামল মাসুম বলেন, অর্থের অভাবে মেধাবী শিক্ষার্থী ইমার মেডিকেলে শিক্ষা অনিশ্চিত এমন খবরে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইমার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছি এবং আগামীতে তার যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছেন। ইমা আক্তারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি বলেন ইমা আক্তারের দেশের জন্য কাজ করবে এ প্রত্যাশা থাকবে।
তা০৩.০২.২৫
Leave a Reply