নিজস্ব প্রতিবেদক ,চাঁদপুরের মতলব দক্ষিনে ৩ যুবককে আটকে রেখে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে আসলাম ও জহির নামে ২ যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ ৷
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী ) রাত আনুমানিক ১ টার সময় মতলব দক্ষিণ থানাধীন তাফালিং বাজার এলাকা থেকে তাদের আটক এবং ১ যুবককে উদ্ধার করা হয় বলে মতলব দক্ষিণ থানা পুলিশ জানান।
জানা যায়, ২৭ ফেব্রুয়ারী রাত ৮টার সময় আহাদ,রিফাত ও জুয়েল নামে ৩ যুবক মটরসাইকেল ঢাকা মেট্রো- হ ৬৮- ০০০৭ মটর সাইকেলে তৈল বরতে যায় মুন্সিরহাট বাজারে সেখানে তাদের আরেক বন্ধু রিদয়ের সাথে দেখা হলে রিদয় কৌশলে তার ত বন্ধুকে তাফালিং বাজার তাদের বাড়ীর পাশে নির্জন স্থানে তাদের নিয়ে গিয়ে একাদিক মামলার আসামি সাবেক ইউপি সদস়্য দেলোয়ার হোসেনের ছোট ভাই আসলাম এবং জহির কে খবর দিলে তাদের নেতৃত্বে প্রায় ১৫/ ২০জন যুবক এসে মটরসাইকেল সিনিয়ে নেয় এবং তাদেরকে বেদম মারধর করেন এবং তাদের কে প্রায় ৩ঘন্টা আটকে রেখে আসলাম তার মোবাইল ন- ০১৮৫৮৫২৬১৩৭ নাম্বার থেকে আহাদের বাবার ০১৮১৯৫৯৬৫৬২ মোবাইল নাম্বার,জুয়েলের ০১৬০৪৩৫৫১২২ নাম্বার থেকে তার বাবা খলিল মিয়ার ০১৬৪ ৬৫৩৭৫৭৫ নাম্বা এবং জুয়েলের ০১৬০৪৩৫৫১২২ মোবাইল নাম্বার থেকে তার বাবা দেলোয়ার হোসেনের ০১৮৮২২৬০৯৫৬ মোবাইল নাম্বারে কলকরে প্রত্যাকের কাছে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন ৷
এসময় তারা এবং এলাকাবাসী পুলিশ কে খবর দিলে মতলব দক্ষীণ থানার এস এই সাকিব তার সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আসলাম ও জহিরকে আটক করেন ৷ পরের দিন শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বেলা ১ টায় মতলব দক্ষিণ থানা পুলিশ তাদের কে কোটে চালান দিলে ঐ দিনেই বিকেল ৫টায় তারা জামিনে বের হয়ে যান ৷
পুলিশের হাতে আটক হয়ে জামিনে বের হয়ে যাওয়ায় আসলাম ও জহিরের ভয়ে ভুক্তভোগীরা মামলাকরতে ভয় পাওয়ায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান ভূক্তভোগীরা ৷
এর পূর্বেও আসলাম তার সহযোগীদের নিয়ে এধরনের কর্মকান্ড করেছেন বলে স্থানীয়রা সাংবাদিক দেরকে জানান ৷
তোর
আসলামের বড় ভাই সাবেক মেম্বার দেলোয়ার হোসেন জানান, আমার ভাই আসলাম বেপোয়ারা হয়েগেছে সে কারো কথা শুনেনা ৷ তার কারনে আমাদের বংশের মান ইজ্জত ধুলায় মিশেগেছে ৷
ভূক্তভোগীদের অভিবাবকরা আসলাম,জহির ও তাদের সহযোগীদের কে আটককরে দৃষ্টান্তমূলক সাস্তি দাবী করেছেন ৷
Leave a Reply