চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারদীঘি এলাকায় ১০ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিজ বাবার বিরুদ্ধে। এ ঘটনার পর গতকাল রবিবার ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রবিবার রাতে কোতোয়ালি থানার বলুয়ারদীঘি এলাকায় পুলিশের একটি টিম উপস্থিত হয়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই শিশুর মা গার্মেন্টসে চাকরি করেন।
তিনি গার্মেন্টসে চাকরি করতে যাওয়ায় বাসায় একা পেয়ে নিজের কন্যাশিশুকে ধর্ষণ করে অভিযুক্ত বাবা।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, ইতিপূর্বেও তার সঙ্গে এরূপ আচরণ করেছে বাবা। মায়ের পরামর্শে কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে সে। মোবাইল বর্তমানে পুলিশের হাতে জব্দ আছে।
ওসি আরো জানান, শিশুটির বাবাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। শিশুটিকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}
Leave a Reply