মো: তুহিন ফয়েজ,মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা এর উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক কাউন্সিলর সার্জেন্ট (অব) আমান উল্লাহ।
সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) শাহান শাহ সেলিম (লিটন) এর পরিচালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আঃ মান্নান লস্কর, মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সহ-সভাপতি সার্জেন্ট (অব) মজিবুর রহমান, কর্পোরাল (অব) জাহাঙ্গীর আলম, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব) বোরহান মোল্লা, কর্পোরাল (অব) হেলাল উদ্দিন, সার্জেন্ট (অব) হারিছ খান, সার্জেন্ট (অব) নুরুল ইসলাম, সার্জেন্ট (অব) জুয়েল ঢালী, সার্জেন্ট (অব) সাখাওয়াত সরকার, সার্জেন্ট (অব) শহীদ উল্লাহ, মতলব উত্তর থানার এসআই আবু জাফর প্রমুখ।
বক্তারা বলেন, আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করেছি, মতলব উত্তর উপজেলার ওই লোকগুলো আজকে একত্রিত হয়ে ইফতার করলাম। এটা খুবই আনন্দের ও ভালো লাগার বিষয়। এই সংস্থার উদ্যোগে আগামীতে এ ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানের সভাপতি আমান উল্লাহ বলেন, অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা নামে একটি সংস্থা চালু করেছি। এই সংস্থাটি অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে কাজ করব। যেকোন প্রয়োজনে অথবা অবসরপ্রাপ্ত সদস্যদের সুবিধা অসুবিধা সবকিছু এই সংস্থার পক্ষ থেকে দেখা হবে। সদস্যদের বিপদে আপদে পাশে থাকব আমরা। ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
ছবি –
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ৷
Leave a Reply