স্টাফ রিপোর্টার : বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১৬ এপ্রিল সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসসহ আরও অনেকের নাম রয়েছে।
হিলারি রডহ্যাম ক্লিনটন অধ্যাপক ইউনূস সম্পর্কে লিখেছেন, তিনি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক ক্ষমতায়ন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ক্ষেত্রে নিবেদিতভাবে কাজ করেছেন।
Leave a Reply