স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের মতলব দক্ষিণে আওলাদ হোসেন লিটনের আরকে ট্রেডার্সে তালা ভেংঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
সরজমিনে জানা যান, গত ১৮ এপ্রিল দিবাগত রাতে লোকনাথ মন্দির সংলগ্ন ভবনে তিনটি তাকে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চারের দল। এ সময় অফিসে থাকা প্রায় ১২ লাখ টাকার মেরিজ ও ব্যাক ডায়মন্ড সিগারেট নিয়ে যায়। এ ছাড়াও টিএন্ডটি সড়কে অবস্থিত ব্রিটিস টোবাকোর অফিসের তালা ভেংঙ্গে সোলারের ব্যাটারী নিয়ে যায়। একই রাতে দুটি সিগারেট কম্পানির অফিসে চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক ফয়সাল সরকারসহ নেতৃবৃন্দরা।
এ বিষয়ে আরকে ট্রেডার্সের ম্যানেজার প্রকাশ ভৌমিক বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে অফিস বন্ধ করে বাসায় চলে যাই। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকালে আমার সহকর্মী লিটন সরকার অফিসে এসে দরজার তালা ভাঙ্গা দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত করে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।
Leave a Reply