জীবন যুদ্ধে নিভে গেলো সোনা মিয়ার জীবন
লেলিন আহমেদ, কিশোরগঞ্জ নীলফামারী
অভাবী সংসারে লিখাপড়া হয়নি কিশোর সোনা মিয়ার(১৫)। বাধ্য হয়ে কায়িক শ্রমিকের খাতায় নাম লিখেছিল সে। নামটি সোনা হলেও জীবন যুদ্ধটা ছিল পাথরের মতো কঠিন। সারা দিন ভাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফেরা। শনিবার (১৭ মে) রাতে বাড়ি ফেরার পথে ধানভাঙা মেশিন উল্টে প্রাণ হারায় সোনা মিয়া। মমান্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায়। রাত ৮টার দিকে উপজেলার মুশা বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের মুসা হাজী পাড়া এলাকার দিনমজুর জিয়ারুল ইসলামের ছেলে।
জানা যায়, বোরো ধান কাটা শুরু হয়েছে। সোনা মিয়া ওই কাজে সংযুক্ত হয়। নিহতের স্বজন ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সারাদিন বিভিন্ন জায়গায় ধান মাড়াই শেষ করে অন্যান্য শ্রমিকদের সাথে ট্রাক্টরে ধান ভাঙা মেশিন সহ ফিরছিল। এসময়ে মুশা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ট্রাক্টর উল্টে যায়।এসময়ে সোনা মিয়াসহ দুজন গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ধান মাড়াই ট্রাক্টর উল্টেএকজন হাসপাতালে মারা গেছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#
শাহজাহান ইসলাম লেলিন
নীলফামারীর কিশোরগঞ্জ
01764713386
Leave a Reply