1. admin@nagorikexpress.com : admin :
২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাগরিক এক্সপ্রেস এর আইডি কার্ড এর মেয়াদ সম্পূর্ণ কোন সাংবাদিক নেই . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নদীর বুকে কুড়িগ্রামের স্বপ্ন সৌরভ বাবু

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

যেখানে নদী কথা বলে, সেখানে মানুষ চুপ করে শোনে। কুড়িগ্রাম এমনই এক জেলা, যেখানে প্রকৃতি প্রতিদিন নতুন গল্প শোনায়—ব্রহ্মপুত্রের ঢেউয়ে, চরবাসীর মুখে, শীতের কুয়াশায়, বর্ষার হাহাকারে। অথচ সেই গল্পগুলো কেউ লিখে রাখে না। এই জেলাকে ঘিরে যেমন আছে নিঃশেষ সম্ভাবনা, তেমনি আছে চোখ ভেজানো বাস্তবতা।

নদীর আলিঙ্গনে গড়া জনপদ
প্রায় ৫২ নদ নদী নিয়ে গড়ে ওঠা কুড়িগ্রাম বাংলাদেশের মানচিত্রে এক অনন্য ব্যতিক্রম। এখানকার চরজমি যেন ঋতুর হাতে আঁকা চলমান এক পেইন্টিং। বর্ষায় হাঁটু পলি জমে, শীতে ধান-কলাই-কাউন-বাদামে ভরে যায় মাঠ। কিন্তু এসবই যেন কেবল চোখের দেখা, অনুভবের জন্য দরকার হৃদয়ের দরজা খুলে রাখা।

ভোরের চিলমারী বন্দর দেখলে মনে হয়, সূর্য যেন এখানে আলো ফেলার আগে একটু থেমে নদীর দিকে তাকিয়ে নেয়। ঢেউয়ের গায়ে পড়ে থাকা আলো, মাঝি-মাল্লাদের নৌকা, জেলেদের ছুঁড়ে ফেলা জাল—সব মিলিয়ে একটি জীবন্ত চিত্রকলা। এই জীবনের কোনো তাড়াহুড়া নেই, কিন্তু প্রতিদিন তারা নদীর বুক চিরে সংগ্রাম করে বাঁচে।

ইতিহাসের কণ্ঠস্বর এখনো জেগে আছে
রৌমারী, চিলমারী, ভূরুঙ্গামারী—এসব জায়গা শুধু ভৌগোলিক পরিচয় নয়, ইতিহাসের গায়ে খোদাই করে রাখা নাম। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে রৌমারী ছিল একমাত্র পূর্ণাঙ্গ মুক্তাঞ্চল, যেখানে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে রাষ্ট্রচিন্তা পর্যন্ত বাস্তবায়ন হয়েছিল। অথচ আজও সেই স্মৃতি পড়ে আছে অনাদরে, সংরক্ষণের তাগিদ নেই কোথাও।

সম্ভাবনার নাম—পর্যটন
বাংলাদেশের পর্যটন মানেই সুন্দরবন, কক্সবাজার, বান্দরবান বা সিলেট কিংবা রাঙামাটি। কেউ ভাবে না কুড়িগ্রামের কথা। অথচ এই জেলার চরজীবন, খাদ্যসংস্কৃতি, ভাওয়াইয়া গান, নদীমাতৃক প্রকৃতি—সব মিলিয়ে এক অসাধারণ পর্যটনগন্তব্য তৈরি হতে পারত। এখন সারা পৃথিবীতেই ‘কমিউনিটি বেইজড ট্যুরিজম’ জনপ্রিয় হয়ে উঠেছে। কুড়িগ্রামের চরের মানুষ যদি অতিথি রাখার পরিবেশ তৈরি করেন, তবে পর্যটকেরা বড় হোটেলের চেয়ে এই খাঁটি জীবনের সঙ্গে সময় কাটাতে বেশি আগ্রহী হবেন।

এতে যেমন স্থানীয়দের আয় বাড়বে, তেমনি রক্ষা পাবে ঐতিহ্যবাহী চাল, ডাল, শাক আর গল্পের চাষ। চরের ডাল, শুটকি আর ভাওয়াইয়া গান—এসবই হতে পারে কুড়িগ্রামের স্বকীয় ব্র্যান্ড।

একটা মেলা, একটা দীর্ঘশ্বাস
চীলমারীর অষ্টমীর মেলা ছিল এক সময়কার প্রাণ। ভারতের আসাম , কোচবিহার, জলপাইগুড়ি থেকে মানুষ আসত, ১৫ দিনের মেলায় ঢল নামত মানুষের। আজ সেই মেলা ব্যর্থ এক অপেক্ষা মাত্র। অব্যবস্থা, উদাসীনতা আর অবহেলা মিলিয়ে আমরা ভুলে যাচ্ছি কী ছিল, আর কী হতে পারত।

রেল আর নদী—দুই পথেই সম্ভাবনা
ঢাকা থেকে সরাসরি আন্তঃনগর ট্রেনে কুড়িগ্রাম আসা যায়। চাইলে রাতের ঘুম শেষ করে ভোরবেলা পৌঁছে যাওয়া যায় ব্রহ্মপুত্রের কোলে। আবার কেউ চাইলে নদীপথে চিলমারী হয়ে ঢাকায় ফিরতেও পারেন। এই ভ্রমণটাই তো এক পর্যটন।

কুড়িগ্রাম মানে শুধু প্রান্তিকতা নয়
কুড়িগ্রাম মানে শুধু বন্যা, নদীভাঙন আর গরিবের গল্প নয়। কুড়িগ্রাম মানে এক গভীর শিকড়, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে না লড়ে, বরং পাশাপাশি হেঁটে চলে। এই জেলার প্রতিটি চর, প্রতিটি নদী, প্রতিটি গান—সবই বাংলাদেশের আত্মার অংশ।

রাষ্ট্র যদি একটু এগিয়ে আসে, গণমাধ্যম যদি একটু বলে, আর মানুষ যদি একবার দেখতে চায়—তবে কুড়িগ্রাম হতে পারে বাংলাদেশের এক নতুন চিন্তার নাম।

এই ধুলোয় জন্ম, এই মাটিতেই শিকড়—সেই কুড়িগ্রামকেই যদি আমরা না চিনলাম, তাহলে আর কাকে চিনব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর