মো: তুহিন ফয়েজ,এসো দেশবদলাই পৃথিবী বদলাই এই প্রতিপদ্য কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ২৭ জানুয়ারী ) বিকেলে ছেংগারচর পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ৷
এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে পৌরসভার সকল এলাকায় পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষুধ দেওয়া হবে এবং এই কার্যক্রম চলমান থাকবে ৷
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মো: মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: সেলিম খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ ৷
Leave a Reply