ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: সোমবার (২১ এপ্রিল) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়ন পরিষদে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে ‘Flood Anticipatory Action’ প্রকল্পের আওতায় ১ দিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য প্রদান এবং স্থানীয় জনগণ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে বন্যা প্রতিরোধ ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করা। প্রকল্পের আওতায় এলাকার জনগণকে বন্যার পূর্বাভাস, প্রস্তুতি গ্রহণ এবং তা মোকাবিলা করার উপায় সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান নয়া, ডাংধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ ফটিক, ডাংধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, ইউপি সচিব আনোয়ারুল হক, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর লিপু সরকার, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পি, ইউপি সদস্য হামিদুর রহমান, ইউপি সদস্য ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল, ইউপি সদস্য মোজাম্মেল হক, ইউপি সদস্য মাসুদ করিম জীবন, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, সুফিয়া বেগম সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা বন্যার পূর্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কীভাবে স্থানীয় প্রশাসন ও জনগণ একত্রে কাজ করতে পারে সে সম্পর্কে আলোচনা করেন।
Leave a Reply