মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত তিনি উপজেলার নান্দুরকান্দি পূজা মণ্ডপ, রায়েরকান্দি পুজা মন্ডপ, চরপাতালিয়া প্রাণকৃষ্ণ দাসের বাড়ির পূজা মণ্ডপ’সহ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপণ প্রস্তুতি, স্বাস্থ্যসেবা এবং সড়ক নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় তিনি আয়োজক ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পূজা আমাদের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। আমরা চাই এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হোক। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব, উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখুন এবং পরস্পরের প্রতি সম্মান দেখান।
তিনি আরও জানান, স্থানীয় জনগণ ও পূজামণ্ডপ উদ্যোক্তাদের সহযোগিতায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।
সেনাবাহিনীর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল (কমান্ডিং অফিসার) মোয়াজ্জেম হোসাইন বলেন, দেশের সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মতলব উত্তরসহ চাঁদপুর জেলায় দুর্গাপূজাকে ঘিরে আমরা মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নিরাপত্তা ও জরুরি সেবার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে। বলেন, দেশের সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মতলব উত্তরসহ চাঁদপুর জেলায় দুর্গাপূজাকে ঘিরে আমরা মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নিরাপত্তা ও জরুরি সেবার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে।
এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন বলেন, চাঁদপুর জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসি ক্যামেরা, চেকপোস্ট ও মোবাইল টিম কার্যক্রম চালাচ্ছে। উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা শতভাগ সতর্ক।
আরোও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ৷
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস’সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।