১৭’শ ছাগল চুরি করে অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছে এক মতলব উত্তরের ছাগল চোর জয়নাল ওরফে রানা।
সিএনজি যোগে এখন পর্যন্ত প্রায় ১৭’শ ছাগল চুরি করে অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে আটক হলেন জয়নাল প্রকাশ রানা(৪৮) নামে এক চোর।
মতলব উত্তর উপজেলার রুহিতার পাড়া গ্রামের বাসিন্দা ওহাব আলী প্রধানিয়ার ছেলে ছাগল চোর জয়নাল প্রকাশ্যে রানা (৪৮)। তবে তার বর্তমান ঠিকানা চাঁদপুর বড় স্টেশন কবরস্থান রোড ।
গতকাল ২৪ শে আগস্ট বুধবার, চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর বাজার থেকে ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হন জয়নাল প্রকাশ রানা নামে এই চোর।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে জয়নাল প্রকাশ রানা স্বীকার করেন। এখন পর্যন্ত তিনি ১৭শও বেশি ছাগল চুরি করেছেন। সে জেলার বিভিন্ন জায়গা থেকে সিএনজি যোগে ছাগল চুরি করে সে বিক্রি করে দেয়। তথ্য ছবি আর কে নিউজ এর সৌজন্যে।