চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চট্টগ্রামমুখী পূরবী বাস ওই অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২), উম্মে হাবিবা রিজভী (১৫) ও অটোর চালক রুহুল আমিন (৪৫)। এরমধ্যে আদিল ও হাবিবা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
এদিকে এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সড়ক প্রতিরোধক ব্যবস্থা না থাকায় নিয়মিত এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে।