মঈন নাসের খাঁন (রাফি), কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার চাপরাশি বাড়ির উপর দিয়ে চলাচলের রাস্তা নিয়ে চরম বিরোধের জেরে হামলার স্বীকার হয়েছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের পরিবার।
গত শনিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে রকি মিয়া, মাসুম মিয়া, তামিম, হাকিম, মইদর আলী, ইয়াছিন মিয়া ও আজাদ মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন ব্যক্তি সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তাটিতে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
এছাড়াও জাহাঙ্গীর আলমের স্ত্রী ফেরদৌসি বেগম এবং বড় ছেলে মঈনুল আলম রনির উপর হামলা চালিয়ে আহত করে ও প্রাণনাশের হুমকি দেন।
এই ঘটনার প্রেক্ষিতে উপরোল্লিখিত নাম উল্লেখ করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহাঙ্গীর আলম।
এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর দেয়া অভিযোগ তিনি গ্রাম আদালতের মাধ্যমে উক্ত রাস্তাটি খোলার এবং পরিবারের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।
সেই সাথে সাথে প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ পদক্ষেপ ও চলাচলের রাস্তা পুনরুদ্ধারে সহায়তা কামনা করছেন তার পরিবার।
এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম।
Leave a Reply