চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড কিল্লার পূর্ব পাড়ার আব্দুল্লাহ আল ফারুক(২১) উপর অতর্কিত হামলা কারছে আওয়ামী সন্ত্রা’সীরা। শুক্রবার ২৩ মে বিকাল ৩ ঘটিকার সময়, আব্দুল্লাহ আল ফারুক বাসা থেকে ৯৫ হাজার টাকা নিয়ে তার বোনের জামাইকে বরইতলী দিতে যাওয়ার সময়, হারবাং বুড়ির দোকান এলাকায় গাড়ির জন্য দাড়ালে একই এলাকার আওয়ামী সন্ত্রা’সী দিস মারুফ আলী, ডাকাত সালাউদ্দীন, লতা আলম ও আবু সৈয়দ, কপিল সহ একদল স’শস্ত্র স’ন্ত্রাসী মিলে ফারুকের উপর হামলা চালায়। এ সময় ফারুকের উপর দা,চু’রি কি’রিস,রাম’দা,হ’ন্দা,দেশীয় অ’স্ত্র নিয়ে ফারুকে মা’রাত্নক জখম করে। পরে নিজেকে বাচানোর জন্য ফারুক পাশের বিলে লাফ দিলে,ওখানে গিয়ে তার উপর মারুফ আলী চালায় অমা,নবিক নির্যাতন। স,ন্ত্রাসীরা ফারুকের সাথে থাকা ৯৫ হাজার টাকা ও একটি গুগল পিক্সেল মোবাইল নিয়ে নেয়। স্থানীয়রা ফারুকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফারুকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।