ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নিল আয়োজনে তিনদিনের ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রোববার সকালে ভূমি অফিস সংলগ্ন চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এর আগে শিক্ষার্থী,সংবাদ কর্মী, আগত অতিথিদের নিয়ে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সভামঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এসময় সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, নির্বাচন অফিসার হাঁচেন উদদীন, শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, মুক্তি যোদ্ধা আব্দুল আজীজ টুকু মোল্লা, একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, মামুনুর রশীদ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তি যোদ্ধা সহ নানা শ্রেনীপেশার লোকজন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং২৫.০৫.২৫