নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে সচেতন নারী সমাজের আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত নারী-অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন জানিয়ে বলেন, “এখানে যারা মা-বোনরা আছেন, আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন।”
সমাবেশে সমাজসেবক রোখসানা হাবিব পলির সভাপতিত্বে বক্তব্যে তিনি আরও বলেন, “আপনাদের যত কষ্টই হোক, তাদের পড়ালেখার ব্যবস্থা করবেন। আমি শৈলকুপার জন্য চেষ্টা করবো যেন প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার জন্ম নেয়।”
আসাদুজ্জামান তার বক্তব্যে অগ্রাধিকার হিসেবে তিনটি বিষয় নির্দেশ করেন — সন্তানদের শিক্ষার প্রতি জোর দেওয়া, সন্ধ্যাবেলার চলাফেরা নজরে রাখা এবং মাদক বিরোধী সজাগতা। তিনি বলেন, “আপনার সন্তান সন্ধ্যায় বাসায় ফিরে কেমন আচরণ করে—তার গতিবিধি লক্ষ্য রাখবেন। যাতে আপনার সন্তান মাদক সেবন না করে, মাদক সেবন করে ফিরে না আসে। কারণ আপনার ঘরে যদি মাদক সেবন ঢুকে পড়ে তাহলে আপনার পরিবারের জন্য সেটা সবচেয়ে বড় অশান্তির কারণ হবে।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আপনি যদি দেখেন আপনার সন্তান মাদকাসক্ত হয়েছে এবং নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমাকে ফোন দিন—আমি তাকে নিয়ন্ত্রণ করার সকল উপায় প্রয়োগ করব। তবুও ঐ ছেলেটার জীবন বাঁচানোই হবে প্রাথমিক উদ্দেশ্য। মাদকাসক্ত হলে শুধু আপনার অর্থনৈতিক ক্ষতি হবে না, আপনার ছেলের অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।”
মেয়েদের নিরাপত্তা নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে, যদি কোন ছেলে তাকে ইভটিজিং করে তাহলে আমাকে জানাবেন। ঐ বখাটের স্থান হবে শৈলকুপার আলো-বাতাস না—তার স্থান হবে ঝিনাইদহ কারাগার।” সমাবেশের শেষাংশে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সমস্ত ভালো কাজের সারথী হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।”
সমাবেশে উপস্থিত নারীরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের প্রশংসা করেন ও স্থানীয় নারী শিক্ষার প্রসারে ও নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়ার আশ্বাস চান।স্থানীয় নেতারা বলেন, এই ধরনের সচেতনতামূলক বক্তব্য নারী-শিক্ষা ও সুরক্ষার প্রসারে গুরুত্ব বহন করে।
সমাবেশে স্থানীয় রাজনীতি, হিন্দু/মুসলিম সকল শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন এবং তারা শিক্ষার প্রসার ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।