1. admin@nagorikexpress.com : admin :
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাগরিক এক্সপ্রেস এর আইডি কার্ড এর মেয়াদ সম্পূর্ণ কোন সাংবাদিক নেই . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কুড়িগ্রামের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে সবুজ পাঠশালা

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭১ বার পঠিত

সৌরভ বাবু,কন্ট্রিবিউটিং রিপোর্টার,কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরের উপকণ্ঠে পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষার দ্বার খুলে দিয়েছে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ—সবুজ পাঠশালা। ২০২২ সালে যাত্রা শুরু করা এই পাঠশালাটি পরিচালিত হচ্ছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর অঙ্গ সংগঠন নীলকন্ঠের মাধ্যমে। প্রতিষ্ঠানটি বর্তমানে কাজ করছে গ্রীন ভয়েসের তত্ত্বাবধানে।

শহরের কাছেই, ট্যানরি পাড়ার জলিল বিড়ির মোড়ে অবস্থিত এই পাঠশালায় প্রতিদিনই উপস্থিত হয় সমাজের প্রান্তিক শ্রেণির শিশুরা। অনেকেই দিনমজুর, ভ্যানচালক, নির্মাণশ্রমিক পরিবারের সন্তান। দারিদ্র্য ও অবহেলায় যাদের শিক্ষাজীবন শুরুই হতো না, তাদের জন্যই এই আলোর আয়োজন।

বর্তমানে পাঠশালাটিতে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের শেখানো হচ্ছে পরিবেশ সচেতনতা, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ। শিক্ষার পরিবেশটিকে আনন্দমুখর রাখার বিশেষ চেষ্টা করছেন শিক্ষকরা।

সবুজ পাঠশালার নিয়মিত শিক্ষিকা বনলতা দাস সুমনা বলেন—
“সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত। আমি চেষ্টা করি তাদের উৎসবমুখর পরিবেশে লেখাপড়া শেখাতে, যেন তারা ঝরে না পড়ে। তাদের মুখের হাসিই আমাদের প্রেরণা।”

শুধু শিক্ষক নন, স্থানীয় অভিভাবকরাও সন্তুষ্ট এই উদ্যোগে। বিনা খরচে সন্তানদের শিক্ষা পাচ্ছে, এমন সুযোগ পেয়ে অনেকেই আশার আলো দেখছেন।

সবুজ পাঠশালার শিক্ষার্থী রুকছি জানায়—
“আমি আগে বাংলা রিডিং পারতাম না। এখন ম্যাম আমাকে বাংলা রিডিং শিখিয়েছেন। আমি ইংরেজি ছড়া বলতেও পারি।”

এই উদ্যোগের পেছনে যে চিন্তা ও দায়বদ্ধতা কাজ করেছে, তা ব্যাখ্যা করেন গ্রীন ভয়েস-এর রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল। তিনি বলেন—
“এই এলাকায় শিক্ষার প্রচলন খুবই কম। ছোট ছোট শিশুরা অনেকেই দিনমজুরের কাজে জড়িয়ে পড়ে। বিষয়টি আমাকে নাড়া দেয়। মনে হলো, এখানে অন্তত প্রাথমিক শিক্ষার একটি ব্যবস্থা হওয়া দরকার। সেই ভাবনা থেকেই সবুজ পাঠশালার যাত্রা শুরু।”

উল্লেখযোগ্য বিষয় হলো, পাঠশালাটির সকল কার্যক্রম এখনো ব্যক্তিগত ও সংগঠনের উদ্যোগেই পরিচালিত হচ্ছে। সরকারি বা বড় কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই চলছে এই মহতী প্রচেষ্টা।

সংশ্লিষ্টরা মনে করেন, যদি সরকারের সহায়তা ও সমাজের বিভিন্ন মহলের সহযোগিতা পাওয়া যায়, তাহলে সবুজ পাঠশালার পরিধি আরও বাড়ানো সম্ভব। তখন আরও বহু সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার আলোয় ফেরানো যাবে।

সবুজ পাঠশালা হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত—যেখানে মানুষের ইচ্ছাশক্তি ও ভালোবাসা বদলে দিতে পারে একটি সমাজের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর