মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক দিনে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের প্রাণহানির তথ্য মিলেছে। এর মধ্যে একজন মারা গেছেন বিদ্যুতায়িত হয়ে (বিদ্যুৎপৃষ্ঠ হয়ে), একজন পানিতে ডুবে, এবং তৃতীয় জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২০ মে) দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
বিদ্যুতায়িত হয়ে (বিদ্যুৎপৃষ্ঠ হয়ে) মৃত্যু হওয়া মোঃ কাউছার (২০) মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচকের জহির হাসানের ছেলে, দ্বিতয়ি পানিতে ডুবে মারা যাওয়া ১৬ মাসের শিশু ইয়াছিন ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া মুন্সিবাড়ির বিল্লাল হোসেনের ছেলে। আর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা উপজেলার উত্তর ফতেপুরের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে ফাহিম হোসেন (১৮)।
পারিবারিক সূত্রে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ফাহিম হোসেন আগের রাতে বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করেছিল কিন্তু বাবা সেই মোটরসাইকেল কিনেদিতে অস্বীকৃতি জানযায়। সে কারনে সকালে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কলসভাঙ্গা গ্রামে জনৈক ফজলুল হক মোল্লার বাড়িতে কাজ করার সময় ব্রাহ্মণচকের জহির হাসানের ছেলে কাউছার (২০) বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে বেলা সাড়ে এগারোটার দিকে ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া মুন্সিবাড়িতে একটি ডোবায় পড়ে গিয়ে বিল্লাল হোসেনের ১৬ মাসের শিশু বাচ্চা ইয়াছিনের মৃত্যু হয়। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানায়, এই থানা এলাকায় তিনটি ঘটনা আমরা জানি। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।