স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে সহকারী উপজেলা প্রাথমিক কর্মকর্তা মো. আনিছুর রহমানের বদলীজনিত এবং অবসরপ্রাপ্ত ২০ জন প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ১৯ মে আলীগঞ্জ প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউটে (পিটিআই) বিদায়ী শিক্ষা কর্মকর্তা ও ২০২৩-২৪ সালে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, রাবেয়া আক্তার ও বিদায়ী মো. আনিছুর রহমান। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত শিক্ষকদের মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. ছারওয়ার আলম ও মো. সফিকুর রহমান প্রমূখ। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন, মালীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছারওয়ার আলম, দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান, বাউরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, দক্ষিণ সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, মৈশামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মরিয়ম বেগম।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকরা হলেন, মো. আবু জাফর, মনোয়ারা বেগম, মো. রফিকুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র পাল, মো. আবুল হাসেম, হারাধন পোদ্দার, মো. শফিকুল ইসলাম, রাজিয়া উম্মে সালমা, রোকেয়া বেগম, হাজেরা বেগম, সাবিহা সুলতানা, রেহানা আক্তার, খাদিজা বেগম, শিখারানী বর্মন ও অঞ্জনা রানী পোদ্দার।